প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
যুবসমাজকে ঐক্যবদ্ধ করে একটি গণমুখী যুবদল গড়তে চাই - আসলাম হোসেন বাবু

মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (বিশেষ প্রতিবেদক)
নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শুভেচ্ছা জানালেন আসলাম হোসেন বাবু।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ সহচর এবং পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আসলাম হোসেন বাবু এবার যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন।
বাবু বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যা করেছে, বিএনপি তার উল্টোটা করে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমি রাজনীতির প্রতিটি ধাপ সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করেছি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে আমি দায়িত্ব নিতে প্রস্তুত - দল ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই।”
তিনি বলেন, “আমরা একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্য পূরণে খেলাধুলা এবং সামাজিক কার্যক্রমে তরুণ সমাজকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় তরুণদের চিন্তায় এগিয়ে চলে—তিনি খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করে যুবসমাজকে উৎসাহিত করছেন।”
দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা তুলে ধরে বাবু আরও বলেন, “আমি বিশ্বাস করি, নতুন প্রজন্মের শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা একটি সুসংগঠিত, কার্যকর এবং গণমুখী যুবদল গড়ে তুলতে পারব। আমি গজারিয়া ইউনিয়নের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক দুর্বার